আব্দুল্লাহ আফফান: হত্যা, আত্মহত্যা বা অপঘাতে নিহতদের পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম শব্দের বাংলা পরিভাষা ময়নাতদন্ত। চিকিৎসাবিজ্ঞানে সাধারণত হলা হয় ‘অটোপসি’।
সাধারণত হত্যা রহস্য উদঘাটন করতে পোস্টমর্টেম করা হয়। এর মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করা হয়। তবে অনেক সময় বিনা প্রয়োজনেও তা করা হয়। কাউকে ফাঁসানোর জন্য স্বাভাবিকভাবে মৃত মানুষের লাশটি পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম বিষয়ে ইসলামে বিধান কী, তা আমরা অনেকেই জানি না। আসুন জেনে নেই এ বিষয়ে ইসলাম কী বলে।
শরিয়তের দৃষ্টিতে মানুষ জীবিত অবস্থায় যেমন সম্মানী, মৃত্যুর পরেও তেমন সম্মানী। জীবিত মানুষকে কষ্ট দেয়া যেমন অপরাধ ও গুনাহের কাজ তেমনই মৃত্যুর পরেও কাউকে কষ্ট দেয়া অপরাধ ও গুনাহের কাজ। সুতরাং একান্তু প্রয়োজন ছাড়া কারো লাশ কাটা-ছেড়া পোস্টমর্টেম করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। তবে বিশেষ প্রয়োজন যেমন মামলা-মোকাদ্দামার ক্ষেত্রে পোস্টমর্টেম করার অবকাশ রয়েছে।
সূত্র: আবু দাউদ: ৪৫৮, মুয়াত্তা ইমাম মালেক: ২২০, ইমদাদুল ফাতাওয়া: ১/ ৭৪১, কিফায়াতুল মুফতি ৪/ ১৮৮।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        