মুফতি আবদুল্লাহ তামিম
মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা মসজিদ। মসজিদে কোনো ময়লা দেখলে তা পরিষ্কার করা অনেক সওয়াব ও ফজিলতের কাজ।
নবিজি সা. মসজিদে কোনো ময়লা দেখলে নিজ হাতে তা পরিষ্কার করতেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, একবার রাসুল সা. মসজিদের দেয়ালে ময়লা দেখতে পেলেন। তখন তিনি একটি পাথরের টুকরা নিলেন এবং নিজ হাতে তা পরিষ্কার করলেন। (সহিহ বুখারি-৪০৮)
আরেক হাদিসে এসেছে, রাসুল সা বলেন, আমার সামনে আমার উম্মতের নেক আমলের প্রতিদান পেশ করা হল, এর মধ্যে ‘মসজিদ থেকে ময়লা দূর করার নেক আমলের প্রতিদানও দেখতে পেলাম...। –(সুনানে আবু দাউদ-৪৬১)
এজন্য মসজিদে কোনো ধরনের ময়লা ফেলা গুনাহ। আর ময়লা ফেলে দেওয়া অনেক সাওয়াবের কাজ। রাসুল সা. এর হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি। আজকাল জুতার মাধ্যমে আমরা যে পরিমাণ ময়লা মসজিদে নিয়ে যাই। সে পরিমাণ ময়লা আমরা মসজিদ থেকে পরিস্কার করি না। তাই সবসময় খেয়াল রাখা দরকার যে মসজিদে কোনো ময়লা জিনিস যেনো না থাকে।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        