বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ?

মোদির জন্য আকাশপথ খুলে দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিরগিজস্তানে চীনা নেতৃত্বাধীন জোট সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) চলতি বছরের সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আকাশপথ খুলে দিচ্ছে পাকিস্তান।

ফেব্রুয়ারিতে পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে সৃষ্ট যুদ্ধাবস্থার পর নয়াদিল্লির জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ।

কাশ্মীরভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ পুলওয়ামায় এ হামলা চালায়। এতে নিহত হয় ভারতের আধা সামরিক বাহিনীর ৪৯ সদস্য।

তবে পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দেশটির সন্ত্রাসী ঘাঁটিতে যুদ্ধবিমান দিয়ে হানা দেয় ভারত। সেইসঙ্গে শুরু হয় পাল্টাপাল্টি ডক ফাইট। যাতে পাকিস্তানি যুদ্ধবিমানের তাড়া খেয়ে পিছু হটে ভারত।

সে সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগে ভারতীয় বিমান চলাচল নিষিদ্ধ করে পাকিস্তান। সেই থেকে ভারত থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে পাকিস্তানে।

তবে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও সম্মেলনে মোদির যোগ দিতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দিতে ইসলামাবাদকে অনুরোধ জানায় নয়াদিল্লি।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে এক বিশ্বস্ত সূত্র জানায়, ভারত সরকারের এ অনুরোধে সাড়া দিয়েছে ইসলামাবাদ। ফলে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে উড়ে যেতে পারবে মোদির বিমান।

১৩ ও ১৪ জুন বিশকেকে এসসিও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। সম্মেলনে মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে কোনো দেশের কূটনৈতিক সূত্র এখনো কিছু নিশ্চিত করেনি।

সূত্র: ডন নিউজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ