মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব? লুৎফুজ্জামান বাবরের পেশা ব্যবসা, নগদ টাকা ১৩ কোটি ২১ লাখ উপদেষ্টা আসিফ নজরুলকে শায়খ আহমাদুল্লাহর ধন্যবাদ এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা ‘কলঙ্কিত নির্বাচনের দুঃসহ স্মৃতি মুছতে প্রশাসনের সংস্কার দৃশ্যমান হতে হবে’ গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমাপ্রার্থী মঞ্জু চতুর্থ দিনে বৈধতা পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের তিন প্রার্থী প্রতারণা করে অর্থ আদায়: ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার

ইসলাম অবমাননা করে ফেসবুকে পোস্ট, চবি কর্মচারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে হাটহাজারী থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে আটক করা হয়েছে। আটক নিবারন বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত ছিলেন।

সোমবার ক্যাম্পাস থেকে পুলিশ তাকে আটক করে বলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউর রহমান বাদী হয়ে গত ২৯ মে নিবারণ বড়ুয়ার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে ( আইসিটি) মামলা করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

এর আগে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এতে নিবারন বড়ুয়া কে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ মে ফেসবুকে ‘অবশেষে জায়নামাজ কাত হয়ে পড়ে গেল‘ লিখে নিবারন বড়ুয়া একটি স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসটি বাদী মশিউর রহমানের দৃষ্টিগোচর হয়। যা ধর্মীয় অনূভূতিতে আঘাত হানে বলে মামলায় উল্লেখ করেন বাদী।

এ বিষয়ে মামলার বাদী মশিউর রহমান বলেন, জায়নামাজ ইসলাম ধর্মের পবিত্র জিনিস ও এটির ওপর নামাজ আদায় করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ