বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাস থেকে লাথি মেরে ফেলে দিল হেলপার পিষে মারল চালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর থেকে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেয় সহকারী (হেলপার)। পরে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে পিষে হত্যা করেছে চালক।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে রোববার দুপুরে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায়।

নিহত সালাহউদ্দিন আহমেদ (৩৫) ঢাকার আলুবাজারের মৃত শাহাব উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী পারুল আক্তারকে নিয়ে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার আতাউর রহমান মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় স্কটেক্স অ্যাপারেল কারখানার গাড়িচালক ছিলেন সালাহউদ্দিন।

নিহতের ছোট ভাই জামালউদ্দিন জানান, সকালে ঈদের ছুটি কাটিয়ে স্ত্রীকে নিয়ে ময়মনসিংহের ফুলপুর শ্বশুরবাড়ি থেকে গাজীপুরে কর্মস্থলে ফিরছিলেন সালাহউদ্দিন। পথে ‘আলম এশিয়া’ পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে ঝগড়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, বাসের ভেতরে ‘ড্রাইভার’ পরিচয় দিয়ে কন্ডাক্টরকে ভাড়া কিছু টাকা কম রাখার জন্য অনুরোধ করেন সালাহউদ্দিন।

এ নিয়ে সালাউদ্দিন ও তার স্ত্রীর সঙ্গে কন্ডাক্টর ও চালকের সহযোগীর বাগবিতণ্ডার হয়। এক পর্যায়ে চালকের সহযোগী লাথি মেরে সালাহউদ্দিনকে ফেলে দেবে বলে বাসের ভেতরে হুমকি দেয়।

এ সময় সালাউদ্দিন তার ভাই জামালকে মোবাইল ফোনে বাঘের বাজার বাসস্ট্যান্ডে এসে দাঁড়াতে বলেন। পরে জামাল আরও ৫-৬ জনকে নিয়ে বাঘের বাজার দাঁড়িয়ে থাকেন।

ওসি আরও বলেন, স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা স্বজনরা কিছু বোঝে ওঠার আগেই চালকের সহকারী লাথি মেরে সালাহউদ্দিনকে বাস থেকে ফেলে দেয়। কিন্তু তার স্ত্রীকে না নামিয়েই বাস চলে যেতে থাকলে সালাহউদ্দিন সড়ক থেকে উঠে গাড়ির সামনে গিয়ে গতিরোধ করার চেষ্টা করেন।

এ সময় স্বজনদের সামনে চালক বাসটি সালাহউদ্দিনের ওপর উঠিয়ে দেয়। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় বাসটি আটক করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

নিহতের ভাই জালালউদ্দিনের আবেদনের প্রেক্ষিতে আলম এশিয়া পরিবহনের চালক, হেলপার ও কন্ডাক্টরের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে বলেও জানান ওসি দেলোয়ার হুসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ