বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাশ্মীরের আলোচিত 'আসিফা ধর্ষণ-হত্যা' মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের কাঠুয়ায় আট বছরের শিশু আসিফা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাঠানকোট আদালত।

সোমবার (১০ জুন) ছয় জনকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দেন।

এ মামলায় দোষীরা হলেন- দেশটির প্রাক্তন রেভিনিউ অফিসার সাঞ্জি রাম, বিশেষ পুলিশ আধিকারিক দীপক খাজুরিয়া ও সুরিন্দর কুমার, দুই তদন্তকারী আধিকারিক হেড কনস্টেবল তিলক রাজ ও সাব-ইন্সপেক্টর আনন্দ দত্ত, পরবেশ কুমার।

এদিকে সাঞ্জি রামের ছেলে বিশালকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ মামলায় আরেক অভিযুক্ত নাবালক হওয়ায় আলাদাভাবে তার বিচার কার্য চলছে।

গত বছরের ১০ জানুয়ারি আট বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন বাবা। ঘটনাটি প্রকাশ হওয়ার পর দেশ জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন সাঞ্জি রাম।

এরপর নির্যাতিতার বাবাকে হুমকি দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের আইনজীবীকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। সে কারণেই কাঠুয়া থেকে বিচার প্রক্রিয়া পাঠানকোটে সরানোর আবেদন জানিয়েছিলেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচার প্রক্রিয়া কাঠুয়া থেকে পাঠানকোটে সরানো হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচার প্রক্রিয়া কাঠুয়া থেকে পাঠানকোটে সরানো হয়েছিল।

পরবর্তীতে, রাজস্ব দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক সঞ্জি রাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

সূত্র: এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ