বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার পোশাককর্মীর দায়ের করা মামলায় ধর্ষক টিপু মিয়া (২৩), আনোয়ার (২৪) ও আমির হামজাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

কেন্দুয়া থানা পুলিশের ওসি মো. রাশেদুজ্জামান বলেন, গণধর্ষণের শিকার পোশাককর্মী বাদী হয়ে শুক্রবার দুপুরে কেন্দুয়া থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমের সঙ্গে কথা বলেন।

এরপর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্তে নামে পুলিশ। তদন্তে টিপু মিয়া, আনোয়ার ও আমির হামজার নাম বেরিয়ে আসে।

পুলিশকে তারা জানিয়েছে, পোশাককর্মীর কথিত প্রেমিকের নাম সুমন নয়। তার প্রকৃত নাম নুরে আলম। তার গ্রামের বাড়ি মদন উপজেলার জাওলা গ্রামে। তারা পরস্পর বন্ধু। প্রেমিক সুমন ওরফে নুরে আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা যায়, মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে সন্ধ্যার পর গুগবাজার এলাকার শাপলা ইটখোলার সামনে এসে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে নারী পোশাককর্মীকে গাড়ি থেকে নামতে বলে। গাড়ি ঠিক করার কথা বলে কাকে যেন ফোন দেয় সুমন।

এ সময় ইটখোলার ভেতর থেকে তিন যুবক এসে সুমন ও নারী পোশাককর্মীকে নিয়ে যায়। পরে ইটখোলার ভেতরে নিয়ে সুমনের হাত বেঁধে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক। পরে ওই নারীকে একা ফেলে তিন যুবক ও সুমন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করেন নারী পোশাককর্মী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ