মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

প্রতিদিন যৌনবাহিত সংক্রমণের সংখ্যা ১০ লাখ: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে প্রতিদিন নতুন করে যৌনবাহিত সংক্রমণের সংখ্যা ১০ লাখ। অর্থাৎ ক্লিমিডিয়া, গনোরিয়া, ট্রাইকোমোনাইসিস ও সিফিলিসে প্রতিবছর আক্রান্তের ঘটনা ৩৭ কোটি ৬০ লাখেরও বেশি। যৌনবাহিত সংক্রমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না উল্লেখ করে ডব্লিউএইচও উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ব্যাপারে সবাইকে ‘জেগে উঠতে’ হবে। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছেন।

ডব্লিউএইচও যৌনবাহিত সংক্রমণ নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন তৈরিতে বিভিন্ন গবেষণাপত্রের তথ্য ব্যবহার করা হয়। এছাড়া, প্রতিষ্ঠানটির কর্মীরা উপাত্ত সংগ্রহে সাহায্য করেন।

প্রতিবেদনে ডব্লিউএইচও আরও জানায় বিশ্বে প্রতি ২৫ জনের একজন অন্তত ৪টি যৌন সংক্রমণের একটিতে আক্রান্ত। কেউ কেউ আবার একাধিক সংক্রমণের শিকার। যৌন সংক্রমণের ক্ষেত্রে ব্যক্তির দেহে মূত্র সমস্যা দেখা দেয়।

তবে কখনো কখনো কোনো লক্ষণ প্রকাশ না পেয়ে যৌন সংক্রমণে ভুগতে পারে কেউ। গর্ভবতী নারীর ক্ষেত্রে সংক্রমণে বিপর্যয় হতে পারে সবচেয়ে বেশি। এক্ষেত্রে নবজাতকের অকালজন্ম, নিউমোনিয়া, অন্ধত্বসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

ডব্লিউএইচও কর্মকর্তা ডক্টর পেটার সালামা বলেন, যৌনবাহিত সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রতিবেদন সকলের ঘুম ভাঙানোর জন্য যাতে আক্রান্ত রোগীর সেবা নিশ্চিত করা যায়। এছাড়া, নিরাপদ যৌন সঙ্গমে কনডমের ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বারোপ করেছে ডব্লিউএইচও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ