বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

খাগড়াছড়িতে আজকের প্রজন্ম-র ঈফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়িতে সেবামূলক সংগঠন আজকের প্রজন্ম’র উদ্যোগে সুন্দর সমৃদ্ধ সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার উপজেলার মানিকছড়ির গাড়ীটানা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক কাজী শহিদুল্লাহ ওয়াহেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল হাসান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রজন্মের উপদেষ্ঠা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন এবং জঙ্গীবাদ, মাদকসহ নানাবিধ সামাজিক অপরাধের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহবান জানান। শেষে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সমগ্র বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত করা হয়।

উল্লেখ্য, ১১ লা নভেম্বর ২০১১ সালে স্বেচ্চাসেবী সংগঠন আজকের প্রজন্ম প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায় মানুষের সহযোগিতা, শিক্ষা, রক্তদান, রক্তের গ্রুপ পরিক্ষা, বৃক্ষরোপন, কুরআন বিতরণসহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডে এ সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ