মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দীনের জানাজায় হাজারো মুসল্লির ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের প্রবীণ আলেম ও সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহি জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন এর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিতে সকাল থেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে তার হাজারো ছাত্র-ভক্ত ও সাধারণ মুসল্লিরা আসতে থাকেন। মুসল্লির ঢল নেমেছিল উত্তরপূর্ব সিলেটের কানাইঘাট উপজেলায়।

গতকাল শনিবার বিকেল ৩টায় কানাইঘাট চতুল ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন, জামেয়া আহলিয়া মুহসিনিয়া দারুল হাদীস সুরাইঘাট মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শফিকুল হক। পরে চতুল ঈদগাহ মাদরাসার পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, আঙ্গুরা মুহাম্মদপুরের মুহতামিম মাওলানা জিয়া উদ্দীন, জামেয়া দরগাহর মুহতামিম শায়খুল হাদিস মুহিহিব্বুল হক গাছবাড়ি, শায়খুল হাদিস আল্লামা নজির আহমদ ঝিংগাবাড়ি, জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, বহরগ্রাম মাদরাসার মুহতামিম হাফিজ এনামুল হক, জামিয়া দারুল কুরআনের শায়খুল হাদিস মাওলানা এহতেশামুল হক কাসিমী, মাওলানা আবুল হুসেন চতুলী, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আহমদ কবির খলিল, মাওলানা খলিল আহমদ, মাওলানা ওলীউর রহমান, মাওলানা মাসুম আহমদসহ দেশবরেণ্য আলেমরা বক্তব্য রাখেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টায় কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়াফৌদ গ্রামে তাঁর নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৬ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটের বরেণ্য এই আলেম মনীষা হযরত শায়খে কৌড়িয়া রাহ.এর প্রথম সারির খলিফা ছিলেন। উপমহাদেশের সর্বোচ্চ দীনি বিদ্যাপীঠ মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম থেকে ইলমে হাদিসের উচ্চশিক্ষা শেষ করে ১৯৭০ সাল থেকে জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস হিসেবে অত্যন্ত সুনামের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত অধ্যাপনা করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সিলেটের কওমি শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দীন রাহ. সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলার ৫ নং চতুল ইউনিয়নের পর্বতপুর নয়াফৌদ গ্রামের এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে মরহুম আলহাজ্ব কারী মাওলানা নিসার আলী রাহ. ও আলেমা মহিয়সী নারী মরহুমা মোছা. আয়েশা বেগম রাহ. এর ঔরশে ১৯৪৮ সালের সোমবার ১২ রবিউল আউয়ালে সোবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ