মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
“মানবিক করিডোর’’প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম

এবার ‘জুয়ার রাজধানী’ হচ্ছে চীনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের ম্যাকাও শহর। যাকে চীনের জুয়ার রাজধানী হিসেবে বলা হয়।

দ্য গার্ডিয়ানের সূত্র মতে, এ জুয়ার রাজধানীর অর্থনৈতিক সমীক্ষা থেকে জানা যায়, ২০২০ সালের মধ্যে শহরটির প্রতিটি বাসিন্দার আয় হবে ১৪৩,১১৬ ডলার। এদিকে আইএমএফ বলছে, সম্প্রতি চীনের ক্যাসিনো হাব ম্যাকাওয়ের জিডিপি বেড়ে কাতারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। মনে করা হয়, আগামী ২০২০ সালের মধ্যে কাতারকে ছাড়িয়ে যাবে চীনের ম্যাকাও।

সংবাদে আরও বলা হয়, গত কয়েক বছর যাবত মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তথ্য অনুযায়ী বলা হয়, গত এক বছর আগেও কাতারের মাথাপিছু জিডিপি ছিল ১ লাখ ২৭ হাজার ৬০০ ডলার।

কলকাতা টুয়েন্টিফোর এক প্রতিবেদনে বলছে, আগামী ২০২০ সালের মধ্যে ম্যাকাওয়ের জিডিপি হতে চলেছে ১ লাখ ৪৩ হাজার ১১৬ ডলার। সেসময় কাতারের জিডিপি হতে পারে ১ লাখ ৩৯ হাজার ১৫১ ডলার। ফলে কাতারকে পেছনে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হতে চলেছে ম্যাকাও। এমনই ধারণা করছেন আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, কাতারের ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। দেশটির মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে, কাতারের শুধু তেলই নয়, তাদের আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। তবে বর্তমানে এসবকে টেক্কা দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে বৈধ জুয়ার রাজধানী ম্যাকাও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ