মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী : মক্তব ঘর নির্মাণের জন্য জাকাতের টাকা ব্যবহার জায়েজ নেই। সম্প্রতি এক প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দ এমন উত্তর প্রদান করে।
ভারতের উত্তরপ্রদেশের এক ব্যাক্তি ‘জাকাতরে টাকায় দীন শিখার মক্তব বানানো যাবে কি না?’ এমন প্রশ্ন করলে দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত জবাবে এমন উত্তর প্রদান করা হয়।
সেখানে আরো বলা হয়, ফাতাওয়ায়ে হিন্দিয়া এর জাকাত অধ্যায়ে বলা আছে, মানুষের দানের টাকা দ্বারা মসজিদ বা মক্তব ঘর বানাতে পারবে। কিন্তু সদকা ও জাকাত এসব ভবন নির্মাণে ব্যবহার না করা চাই।
ফতওয়ার লিঙ্ক : http://www.darulifta-deoband.com/home/ur/Zakat--Charity/170461
এমডব্লিউ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        