বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশবাসীর প্রতি পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’ 

রমজান উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার খাদ্য বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী করা হয়েছে।

বুধবার (১৫ মে) সিলেটের কাজিটুলাস্থ সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর এর বাড়ির সামনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহানারা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রাশেদ আহমদ বলেন, মানবতার দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা কাজ করে যাচ্ছে। সেই কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রত্যেক লায়নবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, মানবসেবা পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ। সেই কাজে যারা নিজেদেরকে নিয়োজিত রাখেন, তারাই প্রকৃত সমাজসেবী ও দেশপ্রেমিক। তিনি মানবতার কল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট লাস্ট লায়ন বিলকিস নুর, প্রেসিডেন্ট ইন লায়ন সাবিনা সুলতানা, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন বাবলী চৌধুরী, লায়ন হেলেন আহমদ, লায়ন মাহমুদা সুলতানা, লায়ন সাহেদা পারভীন চৌধুরী, লায়ন সাজেদা পারভীন, লায়ন সানজিদা খানম, লায়ন শ্যামলী দাস, লায়ন শামীমা আরা বেবী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ