মুফতি আবদুল্লাহ তামিম
 
ঋণগ্রস্থ ব্যক্তির ঋণ মাপ করে দিলেই জাকাত আদায় হবে না। এ ক্ষেত্রে সুন্দর নিয়ম ইসলাম শিখিয়ে দিয়েছে। পদ্ধতিটি  হলো, প্রথমে আপনি যত টাকার ঋণ জাকাত হিসেবে পরিশোধ করে নিতে চাচ্ছেন, তত টাকা ঋণগ্রস্ত লোকটাকে জাকাত হিসেবে প্রদান করবেন। 
তারপর ঋণগ্রস্তকে বলবেন, আমাকে এবার ঋণটি পরিশোধ করে দাও। তারপর তার কাছ থেকে টাকাটি গ্রহণ করে নিবেন। এভাবে আপনার জাকাতও আদায় হবে, আবার লোকটিও ঋণগ্রস্থতা থেকে মুক্তি পাবে। আদায় হয়ে যাবে তার ঋণ।
সূত্র: রদ্দুর মুহতার ৩/২৯১, ফতোয়ায়ে শামি, ফাতহুল কাদির ২/২৭১।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        