মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

শ্রীলঙ্কায় কারফিউ ভেঙে মুসলিমবিরোধী দাঙ্গা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় কারফিউ ভেঙে মুসলিমবিরোধী দাঙ্গা অব্যাহত রয়েছে। এতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, নিহত মুসলিম একজন সাধারণ কাঠমিস্ত্রি ছিলেন। খবর এএফপির।

গতকাল সোমবার (১৩ মে) ৪৫ বছর বয়সী ওই মুসলিম কাঠমিস্ত্রী তার নিজের কারখানায় কাজ করতে থাকলে একদল দাঙ্গাবাজ ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।

এদিকে দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দেশটিতে বিরাজমান খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের দাঙ্গায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

গত এপ্রিল মাসে সে দেশের গির্জা ও হোটেলে হামলার পর থেকেই খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত রবিবার (১২ মে) এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেখানে পুনরায় মুসলিমবিরোধী দাঙ্গা শুরু হয়েছে।

এ ঘটনায় গতকাল সোমবার পুলিশ দেশজুড়ে ছয় ঘণ্টার কারফিউ জারি করেছে। তবে জারিকৃত কারফিউ ভেঙেই সেখানে সহিংস তাণ্ডব চালানো হচ্ছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

এর আগে ইস্টার সানডে’র দিনে দেশটির ৩টি গির্জা ও কয়েকটি হোটেলে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ