মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) এর নির্যাতনে কবির হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কবির সদর উপজেলার কালিয়ানী ছয়ঘোরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এলাকাবাসি, নিহতের ভাই রবিউল ইসলাম ও মামা ফারুক হোসেন জানান, দুই দিন আগে বাড়ি থেকে কবির হোসেন কাজের সন্ধানে ভারতে যায়। আজ শনিবার ভোররাতে (১১ মে) বাংলাদেশের কুশখালী সীমান্ত দিয়ে সে বাড়ি ফিরছিলো।

এ সময় ভারতের দুধলি ক্যাম্পের বিএসএফ জোয়ানদের হাতে কবির হোসেন ধরা পড়ে। পরে সীমান্ত থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। বর্তমানে কবির হোসেনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

কুশখালি বিজিবি ক্যাম্পের হাবিলদার মাহমুদ শরিফ জানান, সীমান্তে এক যুবকের নিহতের ঘটনা শুনেছি। তবে কিভাবে মারা গেছে তা জানি না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ