মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

নিউজিল্যান্ডে হামলার পর ক্রাইস্টচার্চের অদূরে অভিনব মসজিদ প্রতিষ্ঠা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার পর ক্রাইস্টচার্চ থেকে ১৫৭ কিলো মিটার দক্ষিণ-পশ্চিমে ক্যান্টারবেরি অঞ্চলের টিমারু শহরে নতুন একটি মসজিদ প্রতিষ্ঠা করছে মুসলিম শিক্ষা ট্রাস্ট।

জানা যায়, ইসলামিক সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এবং স্থানীয়দের উপাসনার সুবিধার্থে সম্প্রতি তারা একটি বাড়ি কেনার কথা চূড়ান্ত করেছে। যদি সব কিছু পরিকল্পনা মাফিক সঠিক থাকে তবে আগামী ৫ মাসের মধ্যে তা সম্পন্ন হবে।

মুসলিম শিক্ষা ট্রাস্ট বাড়িটি কেনার ব্যাপারে প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই কিছু টাকা পরিশোধ করা হয়েছে। মসজিদের বাকি কাজ সম্পন্ন করতে তহবিল গঠন করা হয়েছে।

টিমারুতে ধর্মীয় অনুশীলনের জন্য এবং মুসলিম প্রজন্মকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টিমারুর মুসলিম কমিউনিটি নেতা মানসুর শাহ বলেন, ‘আমরা মুসলিম সম্প্রদায়কে ধর্মীয় বিষয়ে প্রশিক্ষণ দিতে চাই। তারা যেন ইসলামকে ভালোভাবে জানতে পারে।

এ মসজিদে অভিবাসী ও শরনার্থীদের জন্য থাকবে ভাষা ও অন্যান্য প্রশিক্ষণের সুব্যবস্থা। যাদের বেশির ভাগ মানুষই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এসেছে।

টিমারুর অরাকি অভিবাসন কেন্দ্র পরিদর্শন কালে কমিউনিটি ও স্বেচ্ছাসেবক বিষয়ক মন্ত্রী পিনি হেনরি বলেন, ‘টিমারুতে মসজিদ নির্মাণের উদ্যোগ অনেক ভালো। এটি আমাদের জন্য বড় সুখবর। এতে আমি আনন্দিত। মসজিদটি শুধুই ধর্মীয় প্রার্থনার জন্যই ব্যবহার হবে না বরং এটি মুসলিম কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হবে। অভিবাসী সব সম্প্রদায় এটি দ্বারা উপকৃত হবে।

অরাকি অভিবাসন কেন্দ্রের পরিচালক হোস্টন বলেন, ‘টিমারুতে মসজিদ প্রতিষ্ঠা পেলে তা শুধু মুসলিমরাই উপকৃত হবে না। বরং তাদের ধর্মীয় উপসনা, শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের কল্যাণেও আসবে। যা সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ