মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


সিরিয়ায় জিহাদিদের হামলায় সরকারপন্থী ১৭ সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে জিহাদি গোষ্ঠীর হামলায় ১৭ সরকারি  সৈন্য নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল কায়েদার সাবেক সিরিয়া শাখা হায়াত তাহরিরি আল-শাম ও এর মিত্র হুরাস আল-দ্বীন এর এ হামলায় আরো ৩১ জন আহত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) মধ্য রাতের পর এ হামলা চালানো হয়।

সিরিয়ার নিরাপদ এলাকা প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি সই হয়েছিল তা লঙ্ঘন করে তারা এ হামলা চালিয়েছে। গত বছর রাশিয়া এবং তুরস্কের মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী নিরাপদ জোন থেকে তাদেরকে চলে যাওয়ার কথা বলা হয়েছে।

কিন্তু তারা ওই চুক্তি লঙ্ঘন করে প্রায় সময়ই সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ