বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


রাবেতাতুল মাদারিস আল ইসলামিয়া কক্সবাজারের কেন্দ্রীয় পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

রাবেতাতুল মাদারিস আল ইসলামিয়া কক্সবাজার-এর ১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪৩০ হিজরী) কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে গতকাল শুক্রবার।

বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক মাওলানা আনিসুর রহমান মাহমূদ জানান, রাবেতাতুল মাদারিস আল ইসলামিয়া কক্সবাজার-এর এ বছরের পরীক্ষায় মোট ১৯ টি মাদরাসা অংশগ্রহণ করেছে। পরীক্ষার্থীর সংখ্যা ২২২জন।

বোর্ডের সভাপতি মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিক বলেন,দেশের অন্যান্য জায়গায় স্থানীয়ভাবে এধরণের উদ্যোগ ছাত্রদের মনে প্রতিযোগিতামূলক পড়ালেখার আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে, এতে করে তাদের মেধার উন্নতি হবে৷

টেকনাফ থানার সকল কওমি মাদরাসার মোহতামিমগণের সম্মতিতে ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নে এ বোর্ড গঠিত হয়েছে। আশা করি আমাদের এ কাজটি সমাজে ব্যাপকভাবে সুফল বয়ে আনবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ