সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জামাতে পেছনের কাতারে একা দাঁড়ানো যাবে কি? আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী ছয় মাসের গর্ভ নষ্ট করার বিধান গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনি নিহত ক্ষুদ্র ডিএনএ-তে লুকানো বিশাল রহস্য: একেকটি কোষ যেন একেকটি গ্রন্থাগার আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি ২০ জনের বেশি বড়লেখায় জমিয়তের কর্মী সম্মেলন বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ রাজশাহীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস ‘সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে কেন পড়াশোনা করতে পারবে না!’ চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মাউসের মধ্যেই আস্ত কম্পিউটার( ভিডিও)!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাস্পবেরি পাই ব্যবহার করে ছোট্ট মাউসের মধ্যেই আস্ত এক কম্পিউটার বানিয়ে ফেলেছেন এক ব্যাক্তি। একটি মাউসের মধ্যে আস্ত কম্পিউটার তৈরী করে টেক দুনিয়ার নজর কেড়েছেন ঐ ব্যাক্তি। নাম ডিভাইসের রেখেছেন ‘দ্য কম্পিউটার মাউস'। মাউসের মাঝেই রয়েছে একটি ছোট ডিসপ্লে আর পাশে রয়েছে একটি কি-বোর্ড। প্রয়োজনে এই বি-বোর্ড ঠেলে মাউসের মধ্যে ঢুকিয়ে ফেলা যায়।

ইউটিউবে  ‘Electronic Grenade' নামে একটি চ্যানেলে এই কম্পিউটার মাউসের ভিডিও প্রকাশ করা হয়েছে। মাউসের ভিতরে ব্যবহার হয়েছে একটি রাস্পবেরি পাই জিরো। থাকছে একটি 1 GHz প্রসেসার। তবে সাধারন মাউসের থেকে আকারে বড় ‘দ্য কম্পিউটার মাউস'। বিশেষ ভাবে থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে এই মাউস তৈরী করা হয়েছে।

মাউসের সামনে রয়েছে একটি দেড় ইঞ্চি OLED ডিসপ্লে। মাউসের নীচে বাঁ দিকে থাকছে একটি স্লাইডিং কি-বোর্ড।

এই কম্পিউটার ব্যবহার করে Miracarft গেম খেলে দেখিয়েছেন তিনি। পাওয়ার অন করার পরে ‘দ্য কম্পিউটার মাউস' বুট হতে ৪০ সেকেন্ড সময় লেগেছে। এছাড়াও কম্পিউটারে একাধিক টাইপিং এর কাজও করতে দেখা গিয়েছে এই ভিডিওতে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ