বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


মোদীর বিরুদ্ধে তদন্তে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র পরীক্ষার কথা ঘোষণা করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এ খবর দিয়েছে। কমিশনের ‘অফিসারদের কমিটি’কে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

এই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন কি-না, অফিসারদের ওই কমিটি সেটাই খতিয়ে দেখবে। এই কমিটিকে অবিলম্বে পরবর্তী রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন।

বুধবার দুপুরে স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র এ-স্যাট -এর পরীক্ষা সফল হয়েছে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাফল্য নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ঘিরে প্রতিবাদে মুখর হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, এটা বিজ্ঞানীদের কৃতিত্ব, তাই এই ঘোষণা তাদেরই করা উচিত। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও এ নিয়ে সরব হয়েছেন। তাদের অভিযোগ, ভোটবাজারে মুনাফা লুটতে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে রাজনীতিকরণ করছেন নরেন্দ্র মোদী।

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ