বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ফজর নামায কাযা হওয়া থেকে বাঁচাবে ‘নেভার মিস ফজর’ অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ ওয়াক্ত নামায আদায়ে সচেতন মুসলমানেরা প্রতি রাতেই ফজরে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে ঘুমাতে যান। কিন্তু ফজরের সময় প্রায়ই এমন হয় যে, অ্যালার্ম বন্ধ করে ‘আর পাঁচ মিনিটে’র জন্য এই যে চোখ বন্ধ করা হয়, এতে চোখ খুলতে খুলতে আমাদের নামাযের সময়ও পার হয়ে যায়।

এ সমস্যা সমাধানের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ‘নেভার মিস ফজর’ (Never Miss Fajr) নিয়ে এসেছে অভিনব এক উদ্যোগ।

চমৎকারের আযানের মাধ্যমে অ্যালার্ম চালু হওয়ার পর তা বন্ধ করার জন্য আপনাকে ইসলাম সংক্রান্ত বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর না দেবেন, ততক্ষণ আপনার অ্যালার্ম অবিরামভাবে বাজতে থাকবে।

প্রশ্নোত্তরের এই ফিচারটি আপনাকে ঘুম থেকে সজাগ করবে এবং ঘুমের রেশ কাটিয়ে ফজরের জন্য সহজেই আপনাকে প্রস্তুতি নিতে সাহায্য করবে।

প্রশ্নোত্তর ছাড়াও আপনি ইচ্ছা করলে অ্যালার্ম বন্ধ করার জন্য এতে ভাইব্রেট ফিচার অ্যাকটিভ রাখতে পারেন, যাতে অ্যালার্ম বন্ধ হওয়ার পূর্বে এটি বিশবার ভাইব্রেট করে আপনাকে জাগিয়ে দেবে।

ফজর ছাড়াও এতে তাহাজ্জুদ নামাযে জাগানোর অপশনও রয়েছে। সুতরাং, আজই অ্যাপটি আপনার স্মার্টফোনে ইন্সটল করে আপনার ফজর কাযা হওয়ার প্রবণতাকে রোধ করুন। আপনার প্রতিটি দিন শুরু হোক প্রভাতে ইবাদতের প্রশান্তির মধ্য দিয়ে।

অ্যাপেল অ্যাপ স্টোর ও অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে গুগল প্লেস্টোর এ (Never Miss Fajr)) লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন অ্যাপটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ