বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

কাকে তালিমে মুরুব্বি বানাবো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ আবূ মূসা
মুহতামিম, শেখ জনুরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া ঢাকা

কওমি মাদরাসায় শুধু কুরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয় না। এখানে যারা ছাত্র হয়ে আসে তাদের সত্যিকারের মানুষ বানিয়ে দেওয়া হয়। ইলম শিক্ষা দেয়ার পাশাপাশি ছাত্রদের আমল-আখলাক ও তরবিয়তের দিকেও খেয়াল রাখেন শিক্ষকরা। এটাই আমাদের কওমি মাদরাসগুলোর উসুল।

এ ক্ষেত্রে একজন ছাত্রকে ইলমি ও আমলি জিন্দেগীর প্রতি যত্মবান হতে হবে। একজন তালিমি মুরুব্বি ও ইসলাহী মুরুব্বি নির্বাচন করে তার পরামর্শ অনুযায়ী ছাত্রদের জীবন পরিচালনা করতে হবে।

ছাত্র জীবনে তালিমে মুরুব্বির প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সবাই এ কথাটি ভালোভাবে জানেন যে অভিভাবক ছাড়া কোন কাজে শতভাগ সফলতা আসে না।

আল্লাহ তায়ালা আমাদের শুধু কিতাব পাঠাননি বরং কিতাবের সাথেসাথে একজন শিক্ষককে পাঠিয়েছেন। তিনি আমাদের প্রিয় রাসূল ও শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুতরাং, আমাদের সকলকে অভিভাবকে মেনে চলতে হবে, এটা আল্লাহ তায়ালার বাতলানো পদ্ধতি।

একজন ছাত্র তার প্রাথমিক জীবনে তালিমে মুরুব্বি ব্যতীত সঠিক পথ নির্ণয় করতে পারে না। নিজের ভুল সিদ্ধান্তের কারণে ভুল পথে জীবন পরিচালিত করে। অনেকে অকালে ঝরে পড়ে।

তালিমে মুরুব্বির প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের আকাবির পূর্বসূরীগণ সকলেই কোন কোন উস্তাদকে নিজের মুশীর নির্বাচন করেছেন। এ কারণে তারা নিজেরাও আকাবির হতে পেরেছেন।

বর্তমানে সেই প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ এখন অকালে ঝরে পড়ার উপাদান অনেক বেশি। সুতরাং, বর্তমানে কেউ যদি সত্যিকারের মানুষ এবং ভালো আলেম হতে চান তবে তালিমে মুরুব্বি ও ইসলাহী মুরুব্বি নির্বাচন করা আবশ্যক। এর বিকল্প নেই।

এখন প্রশ্ন দাঁড়ায়, কাকে তালিমে মুরুব্বি বানাবো? খুবই সহজ উত্তর, যেই উস্তাদকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং তিনি ইলমে বিশেষ পান্ডিত্য রাখেন ও আমলের প্রতি যত্মবান- তাকে তালিমে মুরুব্বি হিসেবে বাছাই করব। তাহলে আমরা সফলকাম হব।

শ্রুতিলেখন: রকিব মুহাম্মদ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ