জেল সুপার শাহজাহান আহম্মেদ রাতে কারাগেটে এক ব্রিফিংয়ে জানান, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড রাত ১০টা ১মিনিটে কার্যকর করা হয়েছে।
সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের শরণখোলা থানার মধ্য খোন্তাকাটা এলাকার মৃত. আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি আরবের দূতাবাসে কর্মরত দেশটির নাগরিক খালাফ আল আলী। পর দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলশান থানা পুলিশ এ ঘটনায় মামলা করে। ওই বছরের ২০ সেপ্টেম্বর পাঁচ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়।
২০১২ সালের ৩০ ডিসেম্বর নিম্ন আদালত মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। হাইকোর্ট ২০১৩ সালের ১৮ নভেম্বর সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তিন আসামি আকবর আলী ওরফে রবি, মো. আল আমিন ও রফিকুল ইসলাম খোকনকে যাবজ্জীবন এবং একজনকে খালাস দেন। হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
আরএম/