আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে দৃঢ়তা নেই। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও কোন কোন ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আজ ( ৪ মার্চ) সকালে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনসটিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে কে এম নুরুল হুদা বলেন, দৃঢ়তা নিয়ে এখন পর্যন্ত সকল নির্বাচনী কর্মকর্তা প্রস্তুত হতে পারেননি। সবাই বলেন, স্যার আমরা সুষ্ঠু নির্বাচন করবো। ভাল নির্বাচন করবো। দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যেরকম তারা বলেছেন, সেরকম নির্বাচন হয়নি।
-এএ