বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

৩ ছাত্রীসহ ডাকসুর প্যানেল ঘোষণা করল ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে দেশের অন্যতম ইসলামী ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ (১ মার্চ) গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল তালিকা পাওয়া যায়।

আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে এস এম আতায়ে রাব্বী ও জি এস পদে মাহমুদুল হাসান এবং এ জি এস পদে এইচ এম শরিয়ত উল্লাহ প্রতিদ্বন্দিতা করবেন। গত ২৭ ফেব্রুয়ারি (বুধবার)  ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত বৈধ প্রার্থীদের তালিকায় ইশা ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ২৫ জনের প্রার্থিতাই বৈধ ঘোষণা করা হয়। ইশা ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলে তিনজন ছাত্রীও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জানা যায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বি-মাহমুদুল হাসান-শরীয়াতউল্লাহ প্যানেলের পূর্নাঙ্গ তালিকা

সহ-সভাপতি -এস. এম. আতায়ে রাব্বী, সাধারণ সম্পাদক -মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক -এইচ. এম. শরীয়ত উল্লাহ, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক -শফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক -মাহমুদুল হাসান, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক -নাফিসা আক্তার।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -তাওহীদুর রহমান, সাহিত্য সম্পাদক -শাহিন আলম, সংস্কৃতি সম্পাদক -মু. আল-আমিন, ক্রীড়া সম্পাদক -তামান্না তাসনিম, ছাত্র পরিবহন সম্পাদক -জামাল উদ্দিন মুহাম্মাদ খালিদ, সমাজ সেবা সম্পাদক -কবির হোসেন, সদস্য -আমিরুল ইসলাম, সদস্য -ফাতেমা আক্তার, সদস্য -শরিফুল ইসলাম।

সদস্য -ওয়াসিক বিল্লাহ, সদস্য -মু. হাফিজুর রহমান। সদস্য -আব্দুর রহমান, সদস্য -ইয়াছিন আরাফাত, সদস্য- মু. দেলওয়ার হোসেন, সদস্য- মু. ইয়ামিন, সদস্য -খাইরুল আহসান মারজান, সদস্য -রাশেদুল ইসলাম, সদস্য -মু. আব্দুল্লাহ আল মারুফ, সদস্য -মু. রুহুল আমিন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ