আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।
আজ (১ মার্চ) বিকেল ৪টা ১০মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা বুঝতে পেরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ৬১ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকা আসার পর ল্যান্ডিং গিয়ারে সমস্যা মনে হয় পাইলটের। এ সময় বিমানটি জরুরি অবতরণ করান পাইলট। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিমানটি মেরামত করা হচ্ছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক নূরে আলম সিদ্দিকী জানান, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী আকস্মিক পরিদর্শনে এসেছিলেন। সেই সময়ই এ ঘটনা ঘটে।
এএ