সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

মেলায় ইসলামি ঘরানা লেখকদের বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার: বইমেলার আগে লেখক, পাঠক, প্রকাশকদের মনের থাকে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘ প্রতিক্ষার পর আসে বইমেলা। আবার দেখতে দেখতে যেন চলে যায়। বইমেলা শেষ হয়ে যাওয়া প্রেমিকদের কাছে বেদনার। এবারের বইমেলায় ইসলামি ঘরানার অনেক লেখকই প্রকাশ করেছে নতুন বই। ছড়া, কবিতা, উপন্যাস, ইতিহাসসহ সাহিত্যের সবক্ষেত্রেই তাদের পদচারণা।

সবার পরিচিত মুখ হাবিবুর রহমান মেসবাহের এবার বইমেলায় ‘নিউ বার্সন অব লাভ’ বইটি বেরিয়েছে বাড কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন্স থেকে। প্রকাশনীর এবারের বেস্ট সেলার এ বইটি। এবারের বইমেলায় লেখক, সাংবাদিক রোকন রাইয়ানের দুটি বই এসেছে। ভ্যারাইটিজ স্টোর, লাইফ সাপোর্ট। ভ্যারাইটিজ স্টোর বইটি বের করেছে সাহস পাবলিকেশন্স, লাইফ সাপোর্ট বইটি বের করেছে বুক শেলফ।

লেখক সাব্বির জাদিদের ‘ভাঙণের দিন’ বইটি এসেছে আলোচনায়। বইটি প্রকাশ করেছে্ ঐতিহ্য প্রকাশনী। নকীব মাহমুদের ‘মুস্তফা’। বইটি লেখা নবীজিকে নিয়ে। বাংলার প্রকাশন থেকে বের হয়েছে বইটি।

মাসউদুল কাদিরের ‘একটি রঙিন ভোর’ নামে একটি ছড়ার বই বেরিয়েছে। বইটি প্রকাশ করেছে সপ্তডিঙা প্রকাশনী। বইটি দেখা গেছে বইপ্রেমিকদের হাতে হাতে।শাহনুর শাহিনের ‘হামসাফার’ও বেশ সাড়া ফেলেছে এবাবের বইমেলায়। মুদ্রিত সব বই প্রায় শেষের পথে। বইটি প্রকাশ করেছে ‘কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন্স’।

লেখক, সাংবাদিক কাউসার মাহমুদের অনুবাদ গ্রন্থ ‘ঠান্ডা গোশত’। বইটি প্রশংসা কুড়িয়েছে বহু পাঠকের। পেন্ডুলাম পবিলিশার্স প্রকাশ করেছে বইটি। হোসাইন আহমদ বিপ্লবের বই ‘সময়ে মূল্য’। বইটি বের করেছে নব প্রকাশ।

আইএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ