আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনার প্রধান (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের ভোটে সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং ভোটারদের উপস্থিতি কম ছিল বলেও স্বীকার করেছেন তিনি।
আজ শুক্রবার (১ মার্চ) সকালে ভোটার দিবস উপলক্ষে র্যালি শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ, মেয়র পদে ও ইউনিয়ন পরিষদে নির্বাচন/উপ-নির্বাচন হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটির ভোটে ভোটার ছিল উল্লেখযোগ্য হারে কম।
নূরুল হুদা বলেন, ‘ঢাকা সিটির নির্বাচনের মেয়াদ খুব কম, এটা প্রথম কারণ ভোটার কম উপস্থিত হওয়ার। প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, এটা দ্বিতীয় কারণ। আবহাওয়া খারাপ ছিল, এসব কারণে ভোটার উপস্থিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘তবে বাইরে যেসব নির্বাচন হয়েছে, যেমন পটুয়াখালী, ঝিনাইদহ, সেখানে প্রচুরসংখ্যক ভোটার উপস্থিত ছিল। সেখানে অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে।’
-আরএইচ