সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


বৃষ্টি থেমেছে ভোটার নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শুরুতেই বৃষ্টির মুখে পড়ায় ভোটকেন্দ্রে ভোটারের ভিড় দেখা যায়নি কোথাও। যেসব এলাকায় বৃষ্টি কমতে শুরু করেছে সেসব এলাকায়ও ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।

আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সকাল ৯টার কিছু পরে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল হক আজিমপুরের একটি কেন্দ্রে ভোট দিতে যান। নিজের ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় রাজধানীর ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান।

ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট প্রার্থী সংখ্যা ৩৮২ জন।এর মধ্যে মেয়র পদে ৫ জন। দুই সিটিতে ৩৬টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিল পদে মোট প্রার্থীর সংখ্যা ৩১০ জন। উত্তর দক্ষিণ সিটিতে ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল পদে প্রার্থীর সংখ্যা ৬৯ জন।

এর মধ্যে ডিএনসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১৬ জন, সমসংখ্যক ওয়ার্ডে ডিএসসিসিতে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১২৫ জন। অন্যদিকে ডিএনসিসি‘র ৬ সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৫ জন এবং ডিএসসিসিতে ২৪ জন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ