সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


‘বিমান ছিনতাইয়ের আলামত পাঠানো হবে সিআইডিতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের আলামত পাঠানো হবে সিআইডিতে।

মামলার তদন্ত কর্মকর্তা সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন। বিমানের পাইলট, ক্রু, প্রত্যক্ষদর্শী, যাত্রী যারা ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিএমপি কমিশনার নিয়মিত ব্রিফ করবেন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মহানগর পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপি কমিশনার মুহাম্মদ মাহবুবর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি কুসুম দেওয়ানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ করেন আইজিপি ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী ও তার স্ত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কেন্দ্রীয় সভানেত্রী হাবিবা হোসেন। এসময় সিএমপির পুনাক সভানেত্রী মির্জা মাহবুবা মোস্তফাসহ পুনাক সদস্যরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ