আওয়ার ইসলাম: মুক্তিযোদ্ধাদের দাবী ছিল ফ্ল্যাট না দিয়ে নিজস্ব ভিটায় একই টাকা খরচ করে ঘর নির্মাণ করে দেয়ার। সেজন্য এখন নতুন করে ঘর নির্মাণ প্রকল্প নেয়া হবে। যাদের ভিটা নেই তাদের পাশ্ববর্তী সরকারি জমিতে ঘর করে দেয়া হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী।
আজ সকালে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনামন্ত্রী জানান, এখন থেকে যেসব সেতু বা অবকাঠামো নির্মাণ করা হবে সেগুলো স্থানীয় কোনো মুক্তিযোদ্ধা বা পন্ডিত ব্যক্তির নামে তাদের নামকরণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তা না হলে নদীর নামে নামকরণ করতে হবে।
উল্লেখ্য, শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৮ হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেয় সরকার।
এএ