আওয়ার ইসলাম: হকার্স শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ভিপি মুহাম্মদ জাকির হোসেন এক বিবৃতিতে বলেছেন, হকারদের পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা চরম অমানবিক।
হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন দরকার। একটি হকারের সাথে একটি পরিবার জড়িত। তাই মানবিক কারণেই তাদের পুনর্বাসন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, কোন হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারী করতে চায় না।
পরিবার পরিজনের বরণপোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে হকারী করে থাকেন। এজন্য হকারদের জন্য কিছু করতে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি।
তারা বলেণ, বেশকিছু দিন যাবৎ ফুটপাত বন্ধ ধাকায় হকাররা তাদের দোকানপাট খুলতে না পারায় অনেক হকার পরিবার অর্ধাহারে ও অনাহারে মানবেতর জীবন যাপন করছে। তাই হকার পুনর্বাসন করুন।
-এটি