সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


'দক্ষতার মাধ্যমে ইসলামবিদ্বেষী শক্তির মোকাবেলা করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে ইসলামবিদ্বেষী শক্তির মোকাবেলা করতে হবে।

প্রচলিত শাসন ব্যবস্থার অসারতা এবং ইসলামী শাসনের অনিবার্যতা দিন দিন ফুটে উঠছে তা দেশবাসির সামনে সুন্দরভাবে তুলে ধরতে হবে। এজন্য নিজেদেরকে যোগ্য, দক্ষ ও আদর্শিকভাবে গড়ে উঠতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব আলহাজ¦ আমিনুল ইসলাম, নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।

সহকারী সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, এডভোকেট লুৎফুর রহমান শেখ, এডভোকেট শওকত আলী হাওলাদার, অর্থ সম্পাদক হারুন অর রশীদ, মাওলানা নেছার উদ্দিন, বরকত উল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ