আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে তিনদিন মোটরসাইকেল ও একদিন সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুক্রবার (১ মার্চ) পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মোটরসাইকেল ও ভোটের দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডিএনসিসির মধ্যে মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে ঢাকা বাইরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা ওই রকম রাস্তায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন।
-এটি