আওয়ার ইসলাম: চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডে বড়কাটারা মাদরাসার শিক্ষক মাওলানা ওমর ফারুকসহ নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট।
সভায় বক্তারা বলেন, মাওলানা ওমর ফারুক রহ. ছিলেন সৎ, নিষ্ঠাবান ও বিনয়ী মানুষ। তিনি কথা বলতেন কম, কাজ করতেন বেশি। নিজেকে জাহির করে অহঙ্কারের পরাকাষ্ঠা প্রকাশ করা থেকে থাকতেন যোজন যোজন দূরে। পারিবারিক অভাব-অনটনে থাকলেও কারো কাছে তিনি তা বলতেন না।
তারা বলেন, মাওলানা ওমর ফারুক মাদরাসায় পড়ানোর পাশাপাশি রাতে একটি ফার্মেসীতে পার্ট টাইম কাজ করতেন। সেখানেই ২০ ফেব্রুয়ারী ভয়াবহ আগুন ট্রাজেডিতে তিনি শাহাদাৎ বরণ করেন। ১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে তার। তার চলে যাওয়া আমাদের বড় কষ্ট ও বেদনার। আল্লাহ পাক তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন।
বক্তারা বলেন, অগ্নিকান্ডে শহীদ হাফেজ মাওলানা কাউসার আহমদ লালবাগ মাদরাসার সাবেক ছাত্র ছিলেন। সদা হাসোজ্জল কাউসার ছ’মাস বয়সী দু’টি জমজ শিশুর পিতা। স্বপ্নময়ী এই তরুণ ঢাবিতে পড়তেন। আগুনে তার সাথে স্বপনগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।
এ ছাড়াও আরো যারা এই দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সবাইকে আল্লাহ তায়ালা জান্নাত নসীব করুন। আর যারা আহত হয়ে হাসপাতালের বিছানায় কাৎরাচ্ছেন আমরা তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করি।
ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, বড়কাটারা মাদরাসার প্রিন্সিপাল মুফতী সাইফুল ইসলাম।
সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আবুল কালাম, মাওলানা মুনির হোসাইন, মুফতী আনিছুর রহমান, মাওলানা মুনসুরুল হক, মাওলানা শাহ জালাল, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা হেমায়েতুল্লাহসহ আরো অনেকেই। দোয়া পরিচালনা করেন বড়কাটারা মাদ্রাসার প্রবীন শিক্ষক মাওলানা ওমর ফারুক।
-এটি