আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কাশ্মীরের মুসলমানরা সে দেশের আসল নাগরিক।
মুসলমানরা শত শত বছর ভারত শাসন করেছে। বৃটিশ খেদাও আন্দোলনে মুসলমানগণ বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। অন্যথায় ভারত স্বাধীনতার মুখ দেখত না।
কিন্তু আজ কাশ্মীর ও আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যে মিথ্যা অভিযোগে মুসলমানদের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। তাদেরকে দেশান্তরিত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ববাসিকে গর্জে উঠতে হবে।
তিনি আরো বলেন, ভারতে বারবার মুসলমানদের উপর অমানবিক নির্যাতনই প্রমাণ করে ভারত একটি চরম সাম্প্রদায়িক রাষ্ট্র। সে দেশে মুসলমানরা এত বেশি সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের শিকার হয়ে আসছে যে, এমন নির্যাতনের নজির পৃথিবীর কোন দেশে নেই।
তিনি নিরাপরাধ মুসলমানদের উপর বর্বর নির্যাতন বন্ধে সব দেশের সরকার প্রধানদেরকে কুটনৈতিক উদ্যোগ গ্রহন করার আহবান জানান।
আজ হবিগঞ্জে মাওলানা আরিফ বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত এক সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।
মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জুনায়েদ কাটখালী, মাওলানা আব্দুল্লাহ আল-মামুন ও মাওলানা আজিজুল হক প্রমূখ।
-এটি