সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
আলেম গড়ার এক কারিগরের বিদায় জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না: হেফাজতে ইসলাম মনোনয়নপত্র জমা দিলেন হাফেজ নেছার আহমাদ আন নাছিরী কিশোরগঞ্জ-৬ আসনে রিকশার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের মনোনয়নপত্র দাখিল কারওয়ানবাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন বললেন- ‘এটা আল্লাহর পরিকল্পনা’ সরকার নির্বাচনে পুরোপুরি প্রস্তুত, জানালেন প্রধান উপদেষ্টা দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান হাজারীবাগে মুফতি জসিম উদ্দিন রাহমানির পাশে বোমার শব্দ, পুলিশ বলছে ‘পটকা’

একাধিকবার হজপালন: অতিরিক্ত ফি মওকুফের আশ্বাস সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাধিকবার হজ ও ওমরা পালনকারীদের অতিরিক্ত ফি মওকুফের আশ্বাস দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে ২০১৯ সালের হজ মৌসুমে হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হতে পারে বলেও জানিয়েছে তারা।

সম্প্রতি মক্কায় বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ সৌদির হজ এবং ওমরা মন্ত্রণালয়ে মন্ত্রী ড. সালেহ মোহাম্মদ বিন তাহের বেনতেনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এ বিষয়গুলো চূড়ান্ত হয়।

নাম প্রকাশ না করে একটি সূত্র জানায়, সৌদি আরব কর্তৃপক্ষ বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে করার বিষয়টি গভীরভাবে ভাবছে। এ ছাড়া, মিনায় দ্বিতল খাট দেওয়ার সিদ্ধান্ত বাতিল, বাংলাদেশিদের জন্য হজকোটা বাড়ানো, এজেন্সি প্রতি হজযাত্রী ১৫০ জন থেকে কমিয়ে ১০০ জন করা, মিনা আরাফা মুজদালিফায় হজযাত্রীদের সেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন– ধর্ম সচিব আনিসুর রহমান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, কাউন্সিলর (হজ) মোহাম্মদ মাকসুদুর রহমান, কনসাল (হজ) আবুল হাসান ও হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম।

গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল, যাদের আগামী ২ মার্চ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ