সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


আমরা এখন ডাকাতের কবলে: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা এখন ডাকা‌তের কব‌লে মন্তব্য ক‌রে নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ব‌লে‌ছেন, ‘একটা প্রকৃত ডাকাতদের কবলে আমরা। এ দেশ এখন ডাকাতরা দখল করেছে।’

তিনি আরো বলেন, ‘গ্রামে ডাকাত পড়লে তারা বন্দুক নিয়ে আসে, কোথাও স্টেনগান নিয়ে আসে কিন্তু এ ডাকাতরা রাষ্ট্রের সব থেকে বড় ফায়ার পাওয়ার নিয়ে ভোট ডাকাতি করেছে।’

আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লা‌বের জহুর হো‌সেন চৌধুরী হ‌লে গণ‌ফোরা‌মের আ‌য়োজ‌নে চকবাজা‌রে অগ্নিকাণ্ডে নিহত‌দের স্মর‌ণে এক শোকসভায় তি‌নি এসব কথা ব‌লেন।

চকবাজারের অগ্নিকাণ্ডের কথা উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, ‘এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট কতজন মারা গেছেন বলেন তো? পত্র-পত্রপত্রিকা লিখেছে ৭১ জন, ঘটনার পর বলছে ৭৬ জন, প্রথম আলো লিখেছ মৃত্যুর সংখ্যা নিয়ে সংশয়। নিউইয়র্ক টাইম লিখেছে ১১০ জন।’

খালেজা জিয়ার কথা উল্লেখ করে মান্না বলেন, আপনি যদি মানুষকে অন্যায়ভাবে সাজা দেন তাহলে জনগণ বসে থাকবে না।

আমরা আজ এই শোক সভায় শুধু কাঁদতে আসিনি কান্নাকে বারুদে পরিণত করতে এসেছি, এর বিরুদ্ধে রুখে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ