আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হওয়া সেই মেয়ে নবজাতক মারা গেছে বলে জানা গেছে।
গতকাল রোববার রাতে ঢামেকের পুরনো ভবনের নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ সোমবার ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ভোরে নবজাতকটিকে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের গোসলখানা থেকে উদ্ধার করা হয়। তাকে এনআইসিইউতে রাখা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পরিচালক জানান, শিশুটির ওজন ছিল ৮০০ গ্রাম। পরিপূর্ণ বয়সের আগেই সে ভূমিষ্ঠ হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুহাম্মদ বাচ্চু মিয়া জানান, নবজাতকের মরদেহ মর্গে রাখা হয়েছে।
-এটি