আওয়ার ইসলাম: বিমান ছিনতাই চেষ্টাকারী যুবকের বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মুহা. মাহবুব আলী।
আজ (২৫ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমান ছিনতাই চেষ্টাকারী যুবকের কাছে যে অস্ত্র ছিল সেটি আসল নয়, খেলনা পিস্তল ছিল বলে ইতিমধ্যে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরও এত নিরাপত্তার ফাঁক গলে কিভাবে বিমানবন্দরে অস্ত্র নিয়ে ছিনতাইকারী ঢুকল সেটি নিয়ে তদন্ত হবে।
বিমান প্রতিমন্ত্রী জানান, বিকল্প একটি ফ্লাইটে ওই বিমানের ১৩৪ যাত্রীকে আজ দুবাইয়ে পৌছে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে।
-এএ