আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিলের কার্যক্রম স্থগিত করেননি হাইকোর্ট। তবে রিটকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদের ভোটার হওয়ার আবেদন এবং ভোটার হওয়ার পরে অন্য কোনো অযোগ্যতা না থাকলে তার প্রার্থী হওয়ার বিষয়টি ২৪ ঘণ্টার মধ্যে বিবেচনা করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মুহাম্মদ ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে রিটকারী শিক্ষার্থীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে তফসিল ঘোষণা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
দুই সপ্তাহের মধ্যে ঢাবি’র ভিসি, প্রক্টর, প্রধান নির্বাচনী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বলেও জানা যায়।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মোট ৩৬ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালের ৬ জুন। এরপর থেকে বন্ধ আছে ডাকসু নির্বাচন। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তখনকার শিক্ষার্থী আলী আসিফ শাওনসহ ২৫ শিক্ষার্থী ওই নির্বাচনের দাবিতে হাইকোর্টে রিট করেন।
-এটি