আওয়ার ইসলাম: চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশের জন্য এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আজ (২৫ ফেব্রুয়ারি) শোক পালনের জন্য মন্ত্রপরিষদ বিভাগ গতকাল এক প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাতে সরকারি তথ্য অনুযায়ী এতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল (২৪ ফেব্রুয়ারি) রোববার বিকেলে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব সংসদে উপস্থাপন করেন।
-এএ