সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
আলেম গড়ার এক কারিগরের বিদায় জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না: হেফাজতে ইসলাম মনোনয়নপত্র জমা দিলেন হাফেজ নেছার আহমাদ আন নাছিরী কিশোরগঞ্জ-৬ আসনে রিকশার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের মনোনয়নপত্র দাখিল কারওয়ানবাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন বললেন- ‘এটা আল্লাহর পরিকল্পনা’ সরকার নির্বাচনে পুরোপুরি প্রস্তুত, জানালেন প্রধান উপদেষ্টা দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান হাজারীবাগে মুফতি জসিম উদ্দিন রাহমানির পাশে বোমার শব্দ, পুলিশ বলছে ‘পটকা’

‘ঘুষ খাওয়া সংস্কৃতির অবসান ঘটাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্ধতিগত কারণেই এ দেশে ঘুষ খাওয়া সবচেয়ে সহজ কাজ। যাদের মান-সম্মানের ভয় নেই, আত্মমর্যাদাবোধ নেই, তাদের পক্ষে ঘুষ খাওয়া সত্যিই সহজ।এই লজ্জাহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হলে দুদক কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। ঘুষখোরদের আইনের আওতায় আনতে হবে। তারা যেন লজ্জা পান, সেই ব্যবস্থা করতে হবে।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন।

ইকবাল মাহমুদ বলেন, যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেন না বা করতে পারেন না, তারা ঘুষখোর-দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের মতোই। তারাও দুর্নীতিবাজ।

তিনি বলেন, দুদকের অনুসন্ধান ও তদন্ত পরিপূর্ণভাবে ডকুমেন্ট তথা কাগজনির্ভর। তবে আইন অনুসারে অনুসন্ধান বা তদন্তকাজে কমিশনের বিশেষ ক্ষমতা রয়েছে।

অনুসন্ধান বা তদন্ত সংশ্লিষ্ট তথ্য পেতে যে কোনো ব্যক্তিকে নির্দেশ দিতে পারে কমিশন। তদুপরি কেউ এই নির্দেশ পরিপালন না করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ায় কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদানের বিধানও রয়েছে।

কর্মকর্তাদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, নিজে দুর্নীতিমুক্ত না হলে, আচরণে উৎকর্ষ না থাকলে কেউ শ্রদ্ধা করে না। এটা সবার মাথায় রাখতে হবে। সবাই পদোন্নতি পেতে চান, কিন্তু দায়িত্ব নিতে চান না। এটা অযৌক্তিক।

তারপরও আমাদের কেউ কেউ অন্য হোটেলে খেতে যান। আমি এর কারণ বুঝি না। তিনি বলেন, ব্যক্তি কখনো অন্য ব্যক্তিকে পরিবর্তন করতে পারেন না। নিজেই নিজেকে পরিবর্তন করতে হয়।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ