আওয়ার ইসলাম: যেসব কর্মকর্তা ঘুষ খায় কিংবা দুর্নীতি করেন তারা যেমন অসৎ, আবার যারা দায়িত্ব পালন করেন না কিংবা করতে পারেন না তারাও অসৎ বলেছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ রোবাবর (২৪ ফেব্রুয়ারি,২০১৯) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে কমিশনের কর্মকর্তাদের 'ভূমি ব্যবস্থাপনা' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন। কমিশনের বিভিন্ন পদমর্যাদার ত্রিশ কর্মকর্তা এ প্রশিক্ষন গ্রহণ করছেন।
এ সময় প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তাদের উদ্দেশ্য শিষ্টাচার ও শৃংখলাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদকের মহাপরচিালক (প্রশাসন) জনাব মোহাম্মাদ মুনীর চৌধুরী।
-এটি