আওয়ার ইসলাম: আসন্ন ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। এতে রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি ও গোলাম রাব্বানীকে জিএস প্রার্থী করা হয়েছে। এজিএস প্রার্থী সাদ্দাম হোসাইন।
আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্যানেল ঘোষণা করে ছাত্রলীগের ডাকসু নির্বাচন পরিচালনা কমিটি।
এদিকে, নির্বাচন পেছানো ও হলের বাইরে ভোটকেন্দ্রসহ ৭ দফা দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।
তারা বলছেন, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত হয়নি, সেকারণেই নির্বিঘ্নে ভোট দিতে পারবে না নেতাকর্মী-ছাত্ররা। ৭ দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার কথা জানালেও, নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে অনড় আছেন তারা।
-এটি