আওয়ার ইসলাম: মুন্সিগঞ্জ সিরাজদিখানের কুচিয়ামোড়ায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
১মার্চ শুক্রবার খতমে নবুওয়াত কমিটির কেন্দ্রীয় আমীর, বেফাকের সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন সিরাজদিখান কুচিয়ামোড়া মাঠ প্রাঙ্গণে সকাল ৯টায় থেকে সম্মেলনটি শুরু হবে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতী হাবীবুর রহমান খায়রাবাদী (ভারত), বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ছরছীনার শাহ মুহাম্মাদ ছাইফুল্লাহ সিদ্দিকী(বড় হুজুর)।
সংগঠনটির মহাসচিব মুফতি ইমাদুদ্দীনের আহবানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত হবেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি. চৌধুরী, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত হবেন ঢাকা ইসলামপুরের ব্যবসায়ী নূরুজ্জামান সিকদার।
এছাড়া উপস্থিত থাকবেন বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কদ্দুস, জামিয়া বাড়িধারা মাদরাসার মুহতামিম নূর হোসাইন কাসেমী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জামিয়া রাহমানিয়ার মুহাম্মদপুর মাদরাসার মাওলানা মাহফুজুল হক।
মাওলানা উবাদুর রহমান খান নদভী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা আবুল বাশার ও আবু আম্মার আব্দুল্লাহসহ দেশের শীর্সস্থানীয় অসংখ্য ওলামায় কেরাম।
আসন্ন এ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে সিরাজদিখান থানা শাখার সভাপতি, কেন্দ্রীয় আমীরের ছেলে মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি খুব সুন্দর ভাবে চলছে।
সংগঠনের আমীরসহ প্রত্যেকেই প্রোগ্রামটির সফলতার জন্য বেশ মেহনত করছেন। দেশ ও দেশের বাহিরের অনেককেই আমন্ত্রণ করা হয়েছে। আশা করি সকলেই স্বতঃস্ফূর্তভাবে খতমে নবুওয়াতের এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
তিনি আরো বলেন, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতী হাবীবুর রহমান খায়রাবাদীকে আমন্ত্রণ করা হয়েছে। তিনি প্রথমে সিলেটে প্রোগ্রাম করবেন তারপর নির্ধারিত সময়ে আমাদের মাঝে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ।
প্রশাসনিক কোন বাধা আছে কিনা সেই প্রশ্নের জবাবে মাওলানা উবায়দুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বৃহৎ এ সম্মেলন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বাধা নেই, বরং তারা ইহা সফল করতে আরো সাহায্য করছেন।
শুধু তাই নয় মুন্সিগঞ্জের এসপি জায়েদুল ইসলাম ও মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ আমাদের দাওয়াত কবুল করেছেন, আল্লাহ চাহেন তো তারাও আমাদের সাথে অংশগ্রহণ করবেন।
খতমে নবুওয়াতের এই সংগঠনটি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জেলা-থানা পর্যায়ে প্রোগ্রাম করে আসছে। আগামী ১মার্চ মুন্সিগঞ্জ সিরাজদিখানের কুচিয়ামোড়া মাঠ প্রাঙ্গণে সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
-এটি