সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
আলেম গড়ার এক কারিগরের বিদায় জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না: হেফাজতে ইসলাম মনোনয়নপত্র জমা দিলেন হাফেজ নেছার আহমাদ আন নাছিরী কিশোরগঞ্জ-৬ আসনে রিকশার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের মনোনয়নপত্র দাখিল কারওয়ানবাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন বললেন- ‘এটা আল্লাহর পরিকল্পনা’ সরকার নির্বাচনে পুরোপুরি প্রস্তুত, জানালেন প্রধান উপদেষ্টা দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান হাজারীবাগে মুফতি জসিম উদ্দিন রাহমানির পাশে বোমার শব্দ, পুলিশ বলছে ‘পটকা’

চকবাজার নিহতদের রুহের মাগফিরাত খেলাফত মজলিসের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজার চুড়িহাট্টায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনায় খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে এক দোয়া মাহফিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররমের উত্তর চত্ত¡রে মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অফিস ও দফতর সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল।

কাজী আরিফুর রহমান, ড. আনিসুর রহমান, শ্রমিক মজলিস সেক্রেটারী মুহাম্মদ আবুল কালাম, দাবানল শিল্পীগোষ্ঠীর প্রদান পরিচালক মুফতি আনিস আনসারী, কাওসার আহমদ সোহাইল, আলহাজ্ব আবদুর রহমানসহ বহু শত শত মুসল্লী দোয়ায় শরীক হন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা দেলাওয়ার হোসাইন।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগর বলেন, ২০১০ সালের নিমতলি অগ্নিকান্ডের ট্রাজেডির পরে আবার চকবাজারে যে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল তা অত্যন্ত বেদনাদায়ক।

এ ঘটনায় পুরো জাতি আজ শোকাহত। পুরান ঢাকার আবাসিক এলাকায় ব্যবস্থাগত নানা ধরণের ত্রুটির কারণে এ রকম ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সরকার ও সিটি কর্পোরেশন এসব দুর্ঘটনার দায় এড়াতে পারে না। আজকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষপিূরণ দিতে হবে। আহতদের সরকারীভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

আর্থিকভাবে ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। কোন আবাসিক এলাকায় যাতে কোন ধরনের রাসয়নিক পদার্থের গুদাম না থাকে তা নিশ্চিত করতে হবে। এ ধরণের দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্যে সবাইকে সজাগ থাকতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ