সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
আলেম গড়ার এক কারিগরের বিদায় জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না: হেফাজতে ইসলাম মনোনয়নপত্র জমা দিলেন হাফেজ নেছার আহমাদ আন নাছিরী কিশোরগঞ্জ-৬ আসনে রিকশার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের মনোনয়নপত্র দাখিল কারওয়ানবাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন বললেন- ‘এটা আল্লাহর পরিকল্পনা’ সরকার নির্বাচনে পুরোপুরি প্রস্তুত, জানালেন প্রধান উপদেষ্টা দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান হাজারীবাগে মুফতি জসিম উদ্দিন রাহমানির পাশে বোমার শব্দ, পুলিশ বলছে ‘পটকা’

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই ) দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে চকবাজার থানায় এ মামলা করা হয়। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

ভয়াবহ আগুন থেকে ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৪৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার সকালে চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করে ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা।

কেমিক্যালের কারণেই ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্টে কর্নেলে জুলফিকার রহমান।

তিনি জানান, ফাঁকা বাড়ির জিনিস দিয়ে আগুন এতক্ষণ টিকে থাকার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহতের খবর জানা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ