সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
আলেম গড়ার এক কারিগরের বিদায় জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না: হেফাজতে ইসলাম মনোনয়নপত্র জমা দিলেন হাফেজ নেছার আহমাদ আন নাছিরী কিশোরগঞ্জ-৬ আসনে রিকশার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের মনোনয়নপত্র দাখিল কারওয়ানবাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন বললেন- ‘এটা আল্লাহর পরিকল্পনা’ সরকার নির্বাচনে পুরোপুরি প্রস্তুত, জানালেন প্রধান উপদেষ্টা দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান হাজারীবাগে মুফতি জসিম উদ্দিন রাহমানির পাশে বোমার শব্দ, পুলিশ বলছে ‘পটকা’

‘আল্লাহর নিয়ম অনুযায়ী বাংলা ভাষাকে দেশের সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশ ও বুঝার সর্বোত্তম মাধ্যম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেক নবী এবং রাসূলকে তার স্বজাতিয় ভাষা দিয়ে সৃষ্টি করেছেন।

সূরায়ে ইবরাহিমের ৪ নং আয়াতে বর্ণিত হয়েছে ‘আমি রাসূলদের তাদের স্বজাতির ভাষাভাষী করেই পাঠিয়েছি, যাতে স্পষ্টভাবে তাদের বোঝাতে পারে’।

ভাষার বৈচিত্র আল্লাহ তায়ালার কুদরত। মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের বুকের রক্ত দিয়েছে এমন জাতি বা গোষ্ঠী পাওয়া দুরূহ। বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য জীবন দিলেও তা আজ রয়ে গেছে উপেক্ষিত। রাষ্ট্রের উল্লেখযোগ্য অনেক ক্ষেত্রে বাংলার ব্যবহার নেই। দিবসটিও পালন করতে হচ্ছে ইংরেজি তারিখে।

ভাষা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও আমাদের দেশের অফিস আদালত ও উচ্চ শিক্ষায় বাংলার ব্যবহার সীমিত। এ দিবসের দাবি হচ্ছে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক করা।

পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে মাতৃভাষার পূর্ণ প্রচলন আছে। তাই আল্লাহর নিয়ম মেনে বাংলা ভাষাকে সবার উপরে স্থান দিতে হবে। তবেই আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বাংলা ভাষা প্রাধান্য পাবে।

গতকাল দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও সংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সহ-সভাপতি হাফেজ সালাহ উদ্দীন, মাওলানা আবু ইউসুফ মুহাম্মদ নাসিরg

সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ছানা উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, মাওলানা বেলাল হুসাইন প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ